বৃহস্পতিবার , মে ২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / পল্লী চিকিৎসক দিয়ে অপারেশন! বড়াইগ্রামে ক্লিনিকে আরো এক রোগীর মৃত্যু

পল্লী চিকিৎসক দিয়ে অপারেশন! বড়াইগ্রামে ক্লিনিকে আরো এক রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম: বড়াইগ্রামে ক্লিনিকে আরো এক রোগীর মৃত্যু-ক্লিনিক ভাংচুর করেছে রোগীর স্বজনরা।  শনিবার বিকালে উপজেলার রাজাপুর সৌরভ ক্লিনিকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রহিমপুর গ্রামের খলিল সরদারের স্ত্রী নীলা বেগমের (৫৮) অ্যাপেনডিসাইটিস অপারেশন করা হয়।  হাসপাতালের মালিক মুলাডুলি এলাকার ফকির শেখের ছেলে গ্রাম্য ডাক্তার উমেদ আলী অপারেশনটি করেন। কিছু সময় পরে রোগীর অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে রাতে তিনি মারা যান।  কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি গোপন রেখে তাকে অন্যত্র নিতে বলেন।  স্বজনেরা রোগী নিয়ে চলে গেলে ক্লিনিক মালিক সবাইকে বের করে দিয়ে গেটে তালা দিয়ে পালিয়ে যান। পরে রোগীর বিক্ষুব্ধ স্বজনেরা এসে হাসপাতালটি ভাংচুর করেন। 

এ ব্যাপারে ইউএনও আনোয়ার পারভেজ জানান, ঘটনাটি তিনি শুনেছেন অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, এই ঘটনায় কেউ অভিযোগ করেনি, তবে খবর নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও দেখুন

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় চেঁউখালি গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আব্দুল জলিল নামে কৃষকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *