শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি সম্পর্কিত সংবাদ সম্মেলন

বাগাতিপাড়ায় ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি সম্পর্কিত সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ) সকালে বড়াল সভা কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্রিফিং করেন ইউএনও প্রিয়াংকা দেবী পাল। এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌরসভার মেয়র এ.কে.এম শরিফুল ইসলাম লেলিন। রোববার থেকে পাঁচটি ইউনিয়ন ও ১টি পৌরসভায় শুরু হচ্ছে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম। টিসিবি পন্য কেনার জন্য কার্ড পাচ্ছেন ৩ হাজার ১০৪ জন উপকার ভোগি। দুই জন ডিলারের মাধ্যমে প্রথম পর্যায়ে প্যাকেজ হিসেবে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার সয়াবিন তেল ৪৬০ টাকায় পাবেন প্রতি কার্ড ধারী।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন, মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম, বাগাতিপাড়া মডেল থানার এসআই মনিরুল ইসলাম, ডিলার রবিউল আওয়াল ও মেহেদী হাসান এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …