নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া পৌর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দিয়েছেন মেহেদী হাসান। সিংড়া পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত পদত্যাগ পত্রটি শনিবার রাত ১২ টায় ফেসবুকে পোস্ট করেছেন মেহেদী হাসান নিজেই। সেখানে তিনি উল্লেখ করেন, আমি মেহেদী হাসান সিংড়া পৌর ছাত্রলীগ সহ-সাধারণ সম্পাদক পদ থেকে আমি নিজ ইচ্ছায় পদত্যাগ করিলাম।
মেহেদী হাসান বলেন, সিংড়া পৌর ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক আমাদের সাথে সু-সম্পর্ক নেই। তারা কোন ছাত্রলীগের প্রোগ্রামে আমাকে বলে না। আমিও যে একজন ছাত্রলীগের নেতা তারা সেটা মনেই করে না। ২০১৬ সালে পৌর ছাত্রলীগের কমিটি হয়েছে কিন্তু তারা আজও ওয়ার্ড ছাত্রলীগের কমিটি করতে পারিনী। আমি মনে করি তারা অযোগ্য তাই আমি তাদের সাথে রাজনীতি করবো না।
তিনি আরো বলেন, আমি ছাত্রলীগের সাধারণ কর্মি হয়ে থাকতে চাই। আমি মনে প্রাণে ছাত্রলীগকে ভালোবাসি সারা জীবন ভালোবাসবো।
নাম প্রকাশে অনইচ্ছুক পৌর ছাত্রলীগের একজন নেতা বলেন, দ্রুত ওয়ার্ড কমিটি না করা হলে আমরাও পদত্যাগ করবো।
এ বিষয়ে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনাইদ হাসান জয় বলেন, মেহেদী হাসানের পদত্যাগ পত্রটি হাতে পেয়েছি। তার সাথে আমাদের কোন দন্দ্ব নাই। সে রাজনীতি করবেনা বলে আমাকে পদত্যাগ পত্রটি দিয়েছে। আমাদের বিরুদ্ধে তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিভিন্ন অপকর্মের অভিযোগ আছে মেহেদী হাসানের বিরুদ্ধে।
আরও দেখুন
লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …