নিজস্ব প্রতিবেদক:
“কৃষিই সমৃদ্ধি” শীর্ষক নাটোরের বাগাতিপাড়ায় কৃষি প্রযুক্তি মেলা-২০২২ শুরু হয়েছে। আজ ১৫ মার্চ মঙ্গলবার বেলা এগারোটার দিকে বাগাতিপাড়া উপজেলা পরিষদ চত্বরে এই মেলা শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আজ ১৫ মার্চ সকাল এগারোটার দিকে বাগাতিপাড়া উপজেরা চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বাগাতিপাড়া বাজার হয়ে আবার উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে ফিতা কেটে মেলার উদ্ভদোন করা হয়।
এ সময় মেলার ১৭টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলা পরিদর্শনের পরে বাগাতিপাড়া উপজেলা জিমনেশিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা কৃষি অফিসার মোমরেজ আলী, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর হাদি প্রমূখ।
উল্লেখ্য, বাগাতিপাড়া উপজেলা কৃসি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলা ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত চলবে।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …