শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ইসির সংলাপ শুরু হচ্ছে আজ

ইসির সংলাপ শুরু হচ্ছে আজ


নিউজ ডেস্ক:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণে আজ রোববার থেকে অংশীজনদের সঙ্গে সংলাপে বসছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)। আজ বেলা ৩টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ৩০ জন বিশিষ্ট শিক্ষাবিদের সঙ্গে প্রথম ধাপের মতবিনিময় অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে প্রত্যেক রোববার একটি করে সংলাপ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রোববার যেসব শিক্ষাবিদের সঙ্গে সংলাপ করবে ইসি তারা হলেন- অধ্যাপক ইমেরিটাস ড. সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক এম জাফর ইকবাল, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক ড. নুরুল আমিন বেপারি, অধ্যাপক ড. এম আনোয়ার হোসাইন, অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক এম আবুল কাসেম মজুমদার, অধ্যাপক ড. বোরহানউদ্দিন খান, অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আখতারুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদ্যবিদায়ি ভিসি ড. ফারজানা ইসলাম, অধ্যাপক আকতার হোসেন, অধ্যাপক লায়লুফার ইয়াসমিন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আতিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. তানভীর হাসান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এএফএম মফিজুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী।

এ ছাড়াও তালিকায় রয়েছেন- ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) অধ্যাপক সলিমুল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. মোহাব্বত খান, অধ্যাপক ড. মোবাশ্বের হোসেন, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক ড. তাসলিম আরিফ সিদ্দিকী, অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ শামছুল আলম ও অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তার।

এ ব্যাপারে অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ গণমাধ্যমকে বলেন, আমি ইসির আমন্ত্রণ পেয়েছি এবং ইসির সংলাপে অংশগ্রহণ করব। সংলাপে অংশ নিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কোনো প্রস্তাব দেবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসির সংলাপে অংশগ্রহণ করার পর বুঝতে পারব তারা কেন শিক্ষাবিদদের ডেকেছেন। সেটা জানার পর বুঝতে পারব কী বলা উচিত। তিনি বলেন, এর আগের কমিশনগুলো কখনও শিক্ষাবিদদের আলাদা করে ডাকেনি। নতুন ইসি শিক্ষাবিদদের স্টেকহোল্ডার ধরে ডেকেছেন, সেজন্য কমিশনকে ধন্যবাদ জানাই।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, নতুন নির্বাচন কমিশন ১৩ মার্চ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ৩০ জন শিক্ষকের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে। তিনি বলেন, আমরা আশা করছি প্রথম দিনের সংলাপে ৩০ জনের সবাই অংশ নেবেন। সংলাপে অংশগ্রহণকারীদের কাছ থেকে আগামী নির্বাচনগুলো কীভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা যায় এ সংক্রান্ত বিষয়ে তাদের মতামত শুনব। ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, প্রত্যেক সপ্তাহের একদিন আমরা সংলাপে বসার চেষ্টা করব, সেটা হতে পারে রোববার। তিনি বলেন, প্রথম ধাপের সংলাপের পর দ্বিতীয় সংলাপে সমাজের সুশীল সমাজের ৩০ থেকে ৪০ জনের সঙ্গে বসবে কমিশন। ইতোমধ্যে সংলাপে আমন্ত্রণ জানিয়ে ইসি সচিবালয় চিঠি পাঠানো শুরু করেছে। পরবর্তী সময়ে বুদ্ধিজীবী, নির্বাচন পর্যবেক্ষক, সাংবাদিকদের সঙ্গেও সংলাপে বসার পরিকল্পনা রয়েছে কমিশনের। তবে সব কিছু এখনও চূড়ান্ত হয়নি।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …