নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। আজ রোববার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। সভায় বাজারে নিত্য ব্যবহার্য পণ্যের মূল্য নিয়ে তথ্য চিত্র উপস্থাপন করে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান, কৃষি বিপণন অধিদপ্তর নাটোর কার্যালয়ের জেলা বাজার কর্মকর্তা নূর মোমেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাজারে সরকারি নির্ধারিত মূল্য ব্যতিরেকে পণ্য বিক্রর কোন সুযোগ নেই। ক্রেতাদের ক্রয় ক্ষমতাও ব্যবসায়ীদের বিবেচনা করে মুনাফা করতে হবে। প্রয়োজনে প্রশাসন বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে অভিযান পরিচালনা করা হবে।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …