নিউজ ডেস্ক:
যুক্তরাজ্যের লন্ডনে একটি রেল স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা হয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকায় অবস্থিত ওই স্টেশনটির নাম ‘হোয়াইটচ্যাপেল’।
এদিকে এ ঘটনায় বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ সংক্রান্ত খবর জানিয়ে একটি পোস্টে জুনাইদ আহমেদ পলক বিদেশে বাংলায় রেলস্টেশনের নাম সম্বলিত সাইনবোর্ড লাগানোকে অন্যরকম প্রাপ্তি বলে উল্লেখ করেছেন।
‘হোয়াইটচ্যাপেল’ নামে সেই স্টেশনটির অবস্থান বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনে। এ স্টেশন দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজারো মানুষ। বাংলায় সাইনবোর্ড লাগানোর ফলে এখন থেকে ইংরেজির পাশাপাশি এ স্টেশনের নাম বাংলায় দেখতে পাবেন চলাচলকারীরা।