শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ডিএনসিসিতে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু

ডিএনসিসিতে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু

নিউজ ডেস্ক:
মশা নিধনে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসি জানিয়েছে, ডিএনসিসির প্রতিটি অঞ্চলের সকল ওয়ার্ডে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে ৮৯৬ জন মশককর্মী এই অভিযানে অংশ নিয়েছে। সকাল ও বিকাল দুইবেলাই বিশেষ এই অভিযান পরিচালনা করা হবে।

বিশেষ এই অভিযানে একজন মশককর্মী ৯০ সিসি কীটনাশক ব্যবহার করে নিধন কার্যক্রম পরিচালনা করছে। সাধারণত অন্য সময়ে একজন মশককর্মী ৬০ সিসি কীটনাশক ব্যবহার করে।

বৃহস্পতিবার সকালে মিরপুর-৪ অঞ্চলের আওতাধীন ইব্রাহিমপুর খাল এলাকায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এই অভিযান কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, ‘ডিএনসিসির মাননীয় মেয়রের নির্দেশনায় সপ্তাহব্যাপী বিশেষ এই অভিযানের লক্ষ্য হলো মশার পরিমাণ ব্যাপকভাবে কমিয়ে আনা।’

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী এই অভিযান পরিচালনার নির্দেশ দেন।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …