নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
গুরুদাসপুরের ইউএনও রাতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার। উপজেলার চাপিলা উত্তরপাড়া মহল্লায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত এক ছাত্রীর বাল্য বিবাহের খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে বন্ধ করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় নিজেই গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন এই কর্মকর্তা। ঘটনাস্থলে গিয়ে মেয়ের ভাইয়ের কাছ থেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা নিয়ে ছাড়া হয়।
ইউএনও তমাল হোসেন বলেন, বাল্য বিবাহমুক্ত গুরুদাসপুর গড়তে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। বাল্যবিবাহ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করুন, পাশে থাকুন। আমি অনেক গুলো বাল্য বিয়ে ইতোমধ্যে বন্ধ করেছি। প্রত্যেকটি বাল্য বিয়ে বন্ধ করতে আমি সক্ষম হয়েছি।
আরও দেখুন
নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …