শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় অসহায়দের হাতে খাবার তুলে দিলেন ‘মানবতার নিশান’

সিংড়ায় অসহায়দের হাতে খাবার তুলে দিলেন ‘মানবতার নিশান’

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় ৭০ জন অসহায়দের হাতে খাবার তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার নিশান’। বুধবার বেলা ১১টায় সিংড়া চলনবিল মহিলা কলেজ এলাকার আশ্রয়ন পল্লী ও পাটকোল এলাকায় ৭০ জন অসহায়দের হাতে খাবার তুলে দেন।

এসময় সংগঠনের সভাপতি মো: নাজমুল হক, সহ-সভাপতি সুমাইয়া তৃষা, মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো: মাহিন খাঁন, সাংগঠনিক সম্পাদক মো: জাবিদ হাসান, কোষাধ্যক্ষ মো: ফিরোজ আহম্মেদ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাবির আহমেদ রাতুল, নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া জাহান সাফি, সামাজিক মাধ্যম বিষয়ক সম্পাদক মো: সোহান হোসেন, নির্বাহী সদস্য সুমাইয়া শিমু ও সুবর্ণা রেজা উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক মো. মাহিন খাঁন বলেন, ব্লাড ডোনেশন, অসহায়দের খাদ্য ও বস্ত্র সহায়তা এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার জন্য এ সংগঠনের যাত্রা হয়েছে। তারই আলোকে ৭০ জন অসহায়দের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ করা হয়েছে। সকলের দোয়ায় এগিয়ে যেতে চাই।

সাধ্যের মধ্যে ইচ্ছে পূরণ, সুস্থ-সুন্দর জীবন গঠন প্রতিপাদ্য নিয়ে এ বছরের ২রা ফেব্রুয়ারি সংগঠনের যাত্রা শুরু হয়। এ পর্যন্ত ৫৭ জনকে ব্লাড ডোনার করা হয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …