শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ঢাকা সিএমএইচে সেই রাবেয়ার সফল অপারেশন

ঢাকা সিএমএইচে সেই রাবেয়ার সফল অপারেশন

নিউজ ডেস্ক:
বহু আলোচিত জোড়া মাথার যমজ দুই শিশুর মধ্যে রাবেয়ার মাথায় আজ সোমবার  ক্রানিওপ্লাস্টি সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে বাংলাদেশ ও হাঙ্গেরীয় চিকিৎসকরা অংশ নেন। পাবনার চাটমোহরের রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির ঘরে জন্ম নেওয়া মাথা জোড়া লাগানো যমজ শিশু রাবেয়া ও রোকেয়া। প্রধানমন্ত্রীর সহৃদয়তায় এই দুই শিশু ২০১৭ সাল থেকেই সামগ্রিক সহায়তা পেয়ে আসছে এবং এর আগে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ ও হাঙ্গেরীতে তাদের সফল অস্ত্রপচারের পর বর্তমানে তারা পৃথকভাবে জীবন যাপন করছে।

মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আজ সোমবার ঢাকার সিএমএইচে তার ক্রানিওপ্লাস্টি সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। এ অপারেশনে হাঙ্গেরীয় চিকিৎসক গ্রেগ পাটাকী ও কার্তিক ক্রিশনান এবং বাংলাদেশের সামরিক ও বেসামরিক চিকিৎসকগণ অংশগ্রহণ করেন। বর্তমানে রাবেয়া সুস্থ আছে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …