শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হিলিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হিলিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলিতে বেশি দামে তেল বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে তিন দোকানীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৭মার্চ) দুপুরে উপজেলার হিলি বাজারে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর আলম বলেন, তেলসহ বাজারে বিভিন্ন পণ্যের দামে অস্থিরতা বিরাজ করছে সে বিষয়ে আজকে আমরা অভিযান পরিচালনা করেছি। আজকে হিলি বাজারে অভিযান চালিয়ে বেশি দামে তেল বিক্রির অপরাধে দুই দোকানী ও মূল্য তালিকা টাঙ্গানো না থাকায় মোট তিন দোকানীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …