শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে বসন্ত উৎসব উদযাপিত

গুরুদাসপুরে বসন্ত উৎসব উদযাপিত


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে বসন্ত উৎসব ১৪২৮। গতকাল শুক্রবার বিকেল ৫টায় উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তমাল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আবু রাসেল প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্তিত ছিলেন।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি ও কৌতুক পরিবেশনের মধ্যে দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন আমন্ত্রিত শিল্পীবৃন্দ। উক্ত অনুষ্ঠানের প্রশংসা করে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান আগত দর্শকেরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন বলেন, বাঙ্গালীর চিরায়াত ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বা ধরে রাখতেই অন্যান্য উৎসবের মতো এবছরও বসন্ত উৎসব পালন করা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বেশ ক’টি জাতীয় অনুষ্ঠানের ব্যস্ততা থাকায় নির্ধারিত সময়ে বসন্ত উৎসবের আয়োজন করা সম্ভব হয়নি।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …