নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় সবুজ আলী (৩০) এবং গুরুদাসপুর থেকে নজরুল ইসলাম (৪৫) নামের দুই জনকে আড়াই কেজি গাঁজাসহ আটক করেছে র্যাব। র্যাব -৫, রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের সিংড়ার বালুভরা এলাকায় ও গুরুদাসপুর উপজেলার বৃন্দাবন পুর মধ্যপাড়া নামের পৃথক দুটি স্থানে কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে।
এসময় গুরুদাসপুর উপজেলার বৃন্দাবনপুর থেকে ৫০০ গ্রাম শুকনা গাঁজাসহ সিংড়া উপজেলার লক্ষীপুর পশ্চিম পাড়া এলাকার মৃত-আজিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪৫)কে আটক করা হয়। অপরদিকে সিংড়া উপজেলা পৌরসভার বালুভারার স্থায়ী বাসিন্দা সবুজ আলী (৩০) কে ভাগনাগরকান্দি গ্রাম থেকে ১ কেজি ৯৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব।
র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন আরো জানান তারা দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। আটকের পর তাদের দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গুরুদাসপুর এবং সিংড়া থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …