সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় ঔষুধ খাওয়ানোর সময় শিশুর মৃত্যু

দুপচাঁচিয়ায় ঔষুধ খাওয়ানোর সময় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
দুপচাঁচিয়ায় ঔষুধ খাওয়ানো সময় গতকাল মঙ্গলবার আয়েশা আক্তার নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আয়েশা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মহুয়াকুড়ি গ্রামের আমিনুর রহমানের মেয়ে। জানা যায়, ঘটনারদিন দুপুরে মেয়ে আয়েশা আক্তারকে তার মা চাঁদনী বেগম ডায়রিয়ার ওষুধ মেট্রোনিডাজল ট্যাবলেটের চার ভাগের এক ভাগ পানি দিয়ে খাওয়াতে গেলে শিশুটির গলায় তা আটকে যায়।

এসময় শিশুটির অবস্থার অবনতি হলে দ্রুত তাকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য মুনছুর আলী শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওষুধ খাওয়ার সময় যেকোনোভাবে গলায় আটকে গিয়ে শিশুটি মারা গেছে।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …