মঙ্গলবার , এপ্রিল ১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে এখনও অনেকে দিচ্ছেন প্রথম ডোজের টিকা

নাটোরে এখনও অনেকে দিচ্ছেন প্রথম ডোজের টিকা


নিজস্ব প্রতিবেদক:
গণটিকা কার্যক্রমের সুযোগ চলে গেলেও নাটোরে কভিড-১৯ টিকা কার্যক্রমে এখনও অনেকে প্রথম ডোজ টিকা দিচ্ছেন। এছাড়াও যেসব শিক্ষার্থী এক মাস আগে প্রথম ডোজ নিয়েছিল তারা দ্বিতীয় ডোজ টিকা দিতে এসেছে। আজ বুধবার সকালে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহীতারা টিকা নিচ্ছে।

টিকা নিতে আসা শিক্ষার্থীরা জানায়, তারা এক মাস আগে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিল। আজ তারা দ্বিতীয় ডোজ টিকা নিতে এসেছে।

অপর এক শিক্ষার্থী জানায়, আগে যাদের ভোটার আইডি কার্ড দিয়ে টিকা দিচ্ছিলেন তখন আইডি কার্ড না থাকায় দিতে পারেনি। এখন সরকার সুযোগ দেওয়ায় সে টিকা নিতে এসেছে। 

আবার অনেক বয়স্ক মানুষ ও প্রথম ডোজ টিকা নিতে এসেছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা টিকা নিচ্ছেন।

আরও দেখুন

জুলাই বিপ্লবের খুনী হাসিনা ও তার দোসরদের বিচার অবশ্যই করতে হবে- মঞ্জরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে …