নীড় পাতা / উত্তরবঙ্গ / শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ৭ হিলিতে আমদানি-রফতানি বন্ধ থাকছে

শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ৭ হিলিতে আমদানি-রফতানি বন্ধ থাকছে

নিজস্ব প্রতিবেদক, হিলি
সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উৎযাপন উপলক্ষে আজ শনিবার (৫ অক্টোবর) থেকে আগামী শুক্রবার (১১ অক্টোবর) পর্যন্ত টানা ৭ দিন হিলি স্থলবন্দর দিয়ে পন্য আমদানি-রফতানি বন্ধ থাকছে। তবে পাসপোর্টে যাত্রী পারাপার রয়েছে স্বাভাবিক।

ভারত হিলির ব্যবসায়ী সংগঠন এক্সপোর্টার এন্ড ক্লিয়ারিং এজেন্টস এ্যাসোসিয়েনের
আবেদনের প্রেক্ষিতে ভারত ও বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীরা যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকার পর আগামী শনিবার ( ১২ অক্টোবর) থেকে যথারীতি কার্যক্রম আবারও শুরু হবে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার সান্যাল জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও সরকার ঘোষিত ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।

এদিকে হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন অফিসার ইনচার্জ রফিকুজ্জামান জানান, দুর্গোৎসব উদযাপন উপলক্ষে হিলি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টে যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে চলছে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকীর মুখে ৩টি বাঁধ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগরসহ কালিনগর এলাকার ৬, ৭ ও ৮নং বাঁধ এলাকায় দিনরাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *