নিজস্ব প্রতিবেদক:
আজ শুক্রবার ছুটির দিনেও নাটোরের সকল টিকাকেন্দ্রে করোনার গণটিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ শুক্রবার সকাল থেকেই আধুনিক সদর হাসপাতাল এবং সদর উপজেলা হাসপাতাল সহ সকল উপজেলার টিকাকেন্দ্রে সকাল থেকেই টিকা গ্রহণকারীদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
সারাদেশব্যাপী গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে নাটোরেও আজ সকল টিকাকেন্দ্রে করোনা প্রতিরোধক টিকা দেয়া হচ্ছে। সরকারের এই উদ্যোগকে অত্যন্ত বাস্তব সম্মত বলে মনে করছেন টিকা গ্রহীতারা। তারা মনে করেন ছুটির দিনে টিকা দেয়াতে যারা অফিসের দিনে টিকা নিতে পারেননি তাদের জন্য একটা সুযোগ তৈরি হলো।
আরও দেখুন
রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ
নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,,,,,,,,,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম …