নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারঘোষিত আসন্ন গণটিকা (একদিন এক কোটি) কার্যক্রম সফল করতে ১২০ জন নার্সকে ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলায় সংযুক্তির আদেশ দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) অধিদপ্তরের পরিচালক (শিক্ষা-শৃঙ্খলা ও ভারপ্রাপ্ত মহাপরিচালক) মো. রশীদুল মান্নাফ কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কোভিড-১৯ গণটিকা (১ দিন ১ কোটি) কার্যক্রম সফল করতে নিম্নবর্ণিত সিনিয়র স্টাফ নার্সদের বর্তমান কর্মস্থল থেকে তাদের নামের পাশে বর্ণিত হাসপাতাল/স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত নিম্নোক্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে সংযুক্তি প্রদান করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলমান কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণকল্পে মোট জনসংখ্যার ৭০ শতাংশ জনগোষ্ঠীকে ১ম ডোজের আওতায় আনতে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’। এ বিশেষ কার্যক্রমের মাধ্যমে সরকার দেশের সবাইকে ১ম ডোজ কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পরবর্তীতে দ্বিতীয় ও বুস্টার ডোজ প্রদান কার্যক্রমও জোরদার করা হবে।
এ কার্যক্রমের আওতায় জনসাধারণের টিকা গ্রহণ সহজতর করতে নিবন্ধিত/অনিবন্ধিত সবাই ১ম ডোজ টিকা গ্রহণ করতে পারবেন। সরকার আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে অতিরিক্ত অস্থায়ী কেন্দ্র স্থাপনের মাধ্যমে টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে।