শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চুল্লি থেকে পড়ে শ্রমিক নিহত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চুল্লি থেকে পড়ে শ্রমিক নিহত


নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি) প্রকল্পের চুল্লি থেকে পড়ে তুষার আহমেদ (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোরে অসাবধানতাবশত চুল্লির ওপর থেকে নিচে পড়ে গুরুত্বর আহত হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস।

নিহত শ্রমিক তুষার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার স্ত্রী ও একটি শিশু সন্তান রয়েছে। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানির দুই নম্বর ব্লকে কর্মরত ছিলেন তিনি।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ভোরের দিকে প্রায় ১০ তলা উচ্চতার চুল্লিতে কাজ করার সময় অসাবধানতাবশত ছিটকে পড়েন। এ সময় মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …