শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ঋণের ৫ শতাংশ পরিশোধে মিলবে দুই বছরের সুবিধা

ঋণের ৫ শতাংশ পরিশোধে মিলবে দুই বছরের সুবিধা

নিউজ ডেস্ক:
করোনা পরিস্থিতি বিবেচনায় জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঋণ পরিশোধে বিশেষ ছাড় দিয়েছে সরকার। এ খাতের প্রতিষ্ঠানগুলো ২০২১ সালের বকেয়া ঋণের ৫ শতাংশ অর্থ পরিশোধ করে আরও দুই বছর মোরাটোরিয়াম (ঋণের কিস্তি স্থগিত) সুবিধা নিতে পারবে।

রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের পাঠিয়েছে। এর আগে জানুয়ারিতেও ব্যাংকগুলোর কাছে একই নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

২০১৮ সালে অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে সহজ শর্তে জাহাজ নির্মাণ শিল্পের বকেয়া ঋণ পরিশোধে ১০ বছর সময় দেওয়া হয়। তাতে প্রথম তিন বছর মোরাটোরিয়াম সুবিধা দেওয়ার কথাও বলা হয়। এখন এ মোরাটোরিয়াম সুবিধা ২০২৩ সাল পর্যন্ত বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

২০১৮ সালের এপ্রিলে বাংলাদেশ ব্যাংকের অন্য এক নির্দেশনায় বলা হয়েছিল, ‌‌নিয়মিতভাবে জাহাজ নির্মাণ ও রপ্তানিতে নিয়োজিত শিপইয়ার্ডগুলোকে তারল্য সংকট মোকাবিলায় আবেদন প্রাপ্তিসাপেক্ষে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদত্ত সব ধরনের মূলধনী ঋণের সুদাসল ২০১৭ সালের ৩১ ডিসেম্বরভিত্তিক হিসাবায়ন করে কোনো ডাউনপেমেন্ট ছাড়াই তিন বছরের মরেটরিয়াম সময় মঞ্জুর করা হবে। 

১০ বছরে ত্রৈমাসিক কিস্তিতে ওই ঋণ পরিশোধের লক্ষ্যে পৃথক ব্লক অ্যাকাউন্ট সৃষ্টি করা যাবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আগে যেসব ঋণ দিয়েছে, সেগুলোর সুদবাহী পুনঃতফশিলকৃত দায়গুলোও ওই সুবিধার আওতায় পরিশোধযোগ্য হিসেবে গণ্য হবে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …