শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / মোবাইল গ্রাহকরা এসএমএস ও নোটিফিকেশন বাংলায় পাবেন

মোবাইল গ্রাহকরা এসএমএস ও নোটিফিকেশন বাংলায় পাবেন

নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রাহকদের মোবাইলে এসএমএস/নোটিফিকেশন বাংলায় পাঠানো সংক্রান্ত সেবার উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। রবিবার সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রধান সম্মেলন কক্ষে সিস্টেমস এ্যান্ড সার্ভিসেস বিভাগ আয়োজিত এ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ইতোমধ্যে সব অপারেটরদের বাংলায় এসএমএস পাঠানো সংক্রান্ত কারিগরি কার্যক্রম ৯১ ভাগ শেষ হয়েছে। বাকি ৯ ভাগ কাজ জুন মাসের মধ্যে শেষ করতে সব অপারেটরের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, গ্রাহকদের কাছে তার নিজের ভাষায় তথ্য না দিলে তার প্রভাব ফলপ্রসূ হয় না। 

অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাহাব উদ্দিন, রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ রশীদ, বাংলালিংকের চীফ কর্পোরেট এ্যাফেয়ার্স অফিসার তাইমুর রশীদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ খলিলুর রহমান বক্তব্য রাখেন।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কমিশনের ইঞ্জিনিয়ারিং এ্যান্ড অপারেশনস বিভাগের কমিশনার প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ, বিটিআরসির লিগ্যাল এ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হুসেইন, বিভিন্ন বিভাগের মহাপরিচালক, পরিচালক ও এই সেবা বাস্তবায়নকারী সিস্টেমস এ্যান্ড সার্ভিসেস বিভাগের সাজেদা পারভীন, পরিচালক-১ লে. কর্নেল এসএম রেজাউর রহমান, পরিচালক-২ আসিফ ওয়াহিদ, উপ পরিচালক ফজলুর রহমান সেখ, সিনিয়র সহকারী পরিচালক কল্লোল বড়ুয়া, সহকারী পরিচালকসহ বিটিআরসি ও মোবাইল অপারেটরদের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …