শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে আবারো বেড়েছে শনাক্তের হার

নাটোরে আবারো বেড়েছে শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আবারো বেড়েছে করোনা সংক্রমনের হার। ৫৬ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ১০জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.৮৬ শতাংশ। সদর উপজেলার সর্বাধিক ৩৫ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৯জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫.১৭ শতাংশ আজ আরো কমেছে শনাক্তের হার আজ আরো কমেছে করোনা শনাক্তের হার।

আজ মঙ্গলবার সকালে প্রাপ্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.৮৬ শতাংশ। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫.১৭ শতাংশ। এই ফলাফল জেলা থেকে সংগৃহীত নমুনা জিন এক্সপার্ট এবং র্যাপিড এন্টিজেন্ট টেস্টের মাধ্যমে প্রাপ্ত। করোনা পজিটিভ এর ১জন নাটোর সদর উপজেলার। ৯ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। এছাড়াও কম বেশী সকল উপজেলাতেই করোনা সংক্রমনের ধারা অব্যাহত রয়েছে।

জেলায় এ পর্যন্ত ৩৫৬৭২জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৯৭৮৪ জন। তবে আজ সদর উপজেলায় শনাক্তের হার সর্বোচ্চ অর্থাৎ ২৫.১৮ শতাংশ। তবে নাটোর আধুনিক সদর হাসপাতালে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ১ জন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার পরিতোষ রায়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …