নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
জাতিসংঘ গবেষনা ও উন্নয়ন বিভাগের প্রধান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা’র) সহ-সভাপতি এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)এর প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম বলেছেন, বড়ালের অবমুক্তি ও চলনবিলের সুরক্ষায় আত্মহননের মতো যেকোনো সরকারি প্রকল্পের বিরুদ্ধে অগ্রগামী ভূমিকা নিতে হবে। সেই সাথে জনগণকে সাথে নিয়ে গণ আন্দোলন গড়ে তোলা ছাড়া দেশের নদী বিল খাল রক্ষা হবে না। নাটোরের গুরুদাসপুরে চলনবিল অঞ্চলের বিভিন্ন উপজেলার স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও আন্দোলনের কৌশল বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গত সোমবার বেলা ১১টায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলার কাছিকাটা আরডিও পলিটেকনিক ইনস্টিটিউটে দিনভর ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন চলনবিল রক্ষা আন্দোলনের নেতা এম জেড আশরাফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপার সাধারণ সম্পাদক শরিফ জামিল ও পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী সাজেদুর রহমান সরদার।
এছাড়া চলনবিল অধ্যুষিত রাজশাহী, পাবনা, নাটোর ও নওগাঁ উপজেলার পরিবেশ কর্মীরা বক্তব্য রাখেন।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …