নীড় পাতা / জাতীয় / ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইসলামের জন্য নানামুখী উদ্যোগ নিয়েছেন’

‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইসলামের জন্য নানামুখী উদ্যোগ নিয়েছেন’

নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইসলামের জন্য নানামুখী উদ্যোগ নিয়েছে। তিনি প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে দিচ্ছেন। যেখানে পাঠাগারসহ লেখাপড়ার ব্যবস্থা থাকবে। আমাদের এলাকার মসজিদ মাদ্রাসাগুলোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে। মানুষের প্রতি আমাদের ভালোবাসা আছে। 

চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, সারাবিশ্বে অনেক ধনী মুসলিম রাষ্ট্র রয়েছে। ভৌগলিকভাবেও বড় অনেক রাষ্ট্র আছে। তারা রোহিঙ্গাদের পাশে দাঁড়ায়নি। ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বমুসলিমকে নেতৃত্ব দিয়েছেন। 

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, ইউএনও মো. আসাদুজ্জামান, ওসি মো. মিরাজ হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আরও দেখুন

প্রচন্ড গরমে চামড়া পচে যাওয়ার সংখ্যা দেখা দিয়েছে

নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি প্রচন্ড গরমে দ্রুত লবণজাত না করার কারণে অনেক চামড়া পচে যাওয়ার …