সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় কোভিড-১৯ গণটিকা বাস্তবায়নে অবহিতকরণ সভা

দুপচাঁচিয়ায় কোভিড-১৯ গণটিকা বাস্তবায়নে অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
আগামী ২৬ফেব্রুয়ারি ২০২২তারিখে দেশব্যাপী একযোগে এককোটি মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রথম ডোজ(গণটিকা) নিশ্চিতকল্পে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ফেব্রুয়ারি রোববার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহিরের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুর রশিদ সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, নূর মোহাম্মাদ আবু তাহের, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান, এনজিও ব্র্যাংক এর প্রোগ্রাম সহকারী মহসীন আলী, উপজেলা প্রেসকাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাঈদ মোঃ আব্দুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন নবী, মেডিকেল টেকনোলজিস্ট(ইপিআই) রফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য আগামী ২৬ফেব্রুয়ারি উপজেলার ৬টি ইউনিয়নে ১৮টি টিকাদান কেন্দ্রে ১২বছর ও তদুর্ধ্ব বয়সী বাদপড়া সকলকে প্রথম ডোজের কোভিড-১৯ টিকা প্রদান করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নে সকল শ্রেণি পেশার মানুষকে সহযোগিকা করার আহ্বান জানানো হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …