শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আজ আবারো কমেছে শনাক্তের হার

আজ আবারো কমেছে শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক:
আজ আবারো কমেছে করোনা শনাক্তের হার। আজ বৃহস্পতিবার সকালে প্রাপ্ত ফলাফল ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত ৩৩ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.১২ শতাংশ। এই ফলাফল জেলা থেকে সংগৃহীত নমুনা আরটিপিসিআর, জিন এক্সপার্ট এবং র্যাপিড এন্টিজেন্ট টেস্টের মাধ্যমে প্রাপ্ত। করোনা পজিটিভ এর অধিকাংশ অর্থাৎ ১৫ জন নাটোর সদর উপজেলার। ৭০ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে।

এছাড়াও কম বেশী সকল উপজেলাতেই করোনা সংক্রমনের ধারা অব্যাহত রয়েছে। জেলায় এ পর্যন্ত ৩৫৪৯৫জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৯৭৪৪ জন। তবে আজ সদর উপজেলায় শনাক্তের হার সর্বোচ্চ অর্থাৎ ২১.৪২ শতাংশ। তবে নাটোর আধুনিক সদর হাসপাতালে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ১ জন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার পরিতোষ রায়।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …