শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ কায়সার আলীকে ফিরে পেতে চায় পরিবার

দুপচাঁচিয়ায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ কায়সার আলীকে ফিরে পেতে চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ কায়সার আলী আকন্দ(৯৫) গত ১২ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি উপজেলার গুনাহার ইউনিয়নের উনাহত সিংড়া গ্রামের বাসিন্দা। তার গায়ের রং উজ্জল শ্যামলা, উচ্চতা ৫ফুট ৩ইঞ্চি, মুখে পাকা চাপ দাড়ি, পড়নে সাদা জুব্বা, চেক লুঙ্গি, মাথায় সাদা টুপি, হাতে বাঁশের লাঠি। তাকে ফিরে পেতে তার পরিবারের লোকজন সকলের সহযোগিতা কামনা করেছেন। সেই সাথে কেউ তার সন্ধান পেলে মোবাইল(০১৭৫১-৮৩৭৭৫২) নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছেন।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …