শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরের ঐতিহ্যবাহী প্রাচীন জয়কালী বাড়ী মন্দিরের একটি দান বাক্স চুরি

নাটোরের ঐতিহ্যবাহী প্রাচীন জয়কালী বাড়ী মন্দিরের একটি দান বাক্স চুরি

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের ঐতিহ্যবাহী প্রাচীন জয়কালী বাড়ী মন্দিরের একটি দান বাক্স চুরির ঘটনা ঘটেছে। পরে আজ রবিবার সকালে মন্দির থেকে প্রায় ৫শ গজ দুরের একটি মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ভাঙ্গা দান বাক্সটি উদ্ধার করা হয়েছে।গতরাত সোয়া  দুইটার দিকে শহরের লালবাজারের   জয়কালী বাড়ী মন্দিরে এই চুরির ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশেরউর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জয়কালী বাড়ী মন্দির কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহাও স্থানীয়রা বলেন, মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন শেষে গতরাতে মন্দির বন্ধকরে কমিটির সদস্য ও ভক্তবৃন্দরা চলে যায়। পরে মন্দিরের দুইজন নৈশ প্রহরী মন্দিরেই ঘুমিয়ে পড়ে। এই সুযোগেরাতে   মন্দিরের পিছন দিক দিয়ে চোর ভিতরে প্রবেশ করেৎমন্দিরের একটি দান বাক্স চুরি করে নিয়ে যায়। প্রতিদিনের মত  সকালে মন্দির   খোলার   পর দেখা যায় দান বাক্সটি সেই নির্ধারিত স্থানে নেই।

বিষয়টি মন্দির কমিটির সদস্যদের জানানোর পর পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়  এবং বাক্সটির খোঁজ শুরু করে। বিভিন্নস্থানে খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয়দের কাছে খবর পেয়ে মন্দির থেকে প্রায় ৫শ গজ দুরের একটি মাঠের মধ্যেথেকে পরিত্যাক্ত ও ভাঙ্গা অবস্থায় দান বাক্সটি উদ্ধার করা হয়। তবে বাক্সে কি পরিমান টাকা ছিল সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি। উদ্ধারকৃত দান বাক্সটি   বর্তমানে   পুলিশ হেফাজতে রয়েছে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …