শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলি স্থলবন্দরের সড়কগুলো দ্রুত প্রশস্তকরন ও বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

হিলি স্থলবন্দরের সড়কগুলো দ্রুত প্রশস্তকরন ও বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলি স্থলবন্দরের চেকপোষ্ট গেট থেকে শুরু করে মহিলা কলেজ পর্যন্ত সড়কের দ্রত প্রশস্তকরন ও বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

হিলি হাকিমপুর নাগরিক কমিটির আয়োজনে রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এতে বিভিন্ন পেশাজীবি, শ্রমজীবি, সুধিজন, ভুমি মালিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও সংগঠন অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার প্রতিবছর হিলি স্থলবন্দর থেকে ৪শ কোটি টাকারও বেশী রাজস্ব আয় করলেও বন্দরের রাস্তা ঘাটের কোন উন্নয়ন করা হয়নি। সড়কের পিচ উঠে যাওয়ায় পিচঢালা সড়কে ইটবিছিয়ে যানবাহনসহ মানুষ চলাচল করতে হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি হিলি স্থলবন্দরের চেকপোষ্ট গেট থেকে শুরু করে মহিলা কলেজ পর্যন্ত সড়কটি চার লেনে উন্নিতকরনের কাজ শুরু হবে শুনলেও বাস্তবায়ন হচ্ছেনা। টেন্ডার হলেও কোন কারনে এটির কাজ হচ্ছেনা। সড়কটির দ্রুত প্রশস্তকরন ও বাস্তবায়নের দাবী জানিয়ে অণ্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা। হিলি হাকিমপুর নাগরিক কমিটির নেতৃবৃন্দ এতে বক্তব্য দেন।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …