সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / জেলার প্রথম মহিলা জুমা মসজিদ

জেলার প্রথম মহিলা জুমা মসজিদ

নিউজ ডেস্ক:

বরগুনার বঙ্গবন্ধু সড়কে মহিলা মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে মহিলা মসজিদের উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গির মল্লিক, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান এবং বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর।

উল্লেখ্য, মহিলা মসজিদটি জাহাঙ্গীর কবীরের প্রয়াত স্ত্রী ইয়াসমিন কবীরের নামে প্রতিষ্ঠিত করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি মো. জাহাঙ্গীর কবীর বলেন, বরগুনা শহরে যেসব মহিলারা বাজার করতে আসেন নামাজের সময় হলেও তারা জায়গার অভাবে নামাজ আদায় করতে পারেন না। তাই আমি চিন্তা করলাম মহিলাদের নামাজের জন্য একটি মসজিদ করা দরকার। সুবিধা মতো জায়গাও পাই না। পৌরসভা নির্মিত ওয়াস রুমের উপরে এ মসজিদটি করি। মহিলাদের জুমার নামাজসহ প্রতি ওয়াক্ত জামায়াতে নামাজ পড়ানো হবে। জেলায় প্রথমবারের মতো মহিলাদের জন্য মসজিদটি নির্মাণ করা হলো।

বরগুনা জেলা আওয়ামী লীগের নিজস্ব অর্থায়নে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদের নিচতলায় বাথরুম ও অজুখানা।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …