নিজস্ব প্রতিবেদক,দুপচাঁচিয়া:
দুপচাঁচিয়ায় মোটরযান পরিদর্শন কালে বগুড়া ট্রাফিক কর্তৃক ১,লক্ষ ৫৩ হাজার টাকা জড়িমানা আদায় করে। গতকাল ১১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল থেকে দুপুর ২ টা পযর্ন্ত দুপচাঁচিয়া উপজেলার সি.ও অফিস বাসষ্ট্যান্ড নওগাঁ বগুড়া মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল করলে বগুড়া ট্রাফিক পুলিশ কর্তৃক ২১ টি মোটর সাইকেল, ২টি মিনিট্রাক ও ১ টি বড় ট্রাকের বৈধ্য কাগজ পত্র সংগে না থাকা মোট ২৪ টি যানবাহনের চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আর বাঁকি ১৪ টি মোটর সাইকেল আটক রাখার পর সুরাহা করেন বলে বগুড়ার ট্রাফিক সার্জন মোঃ রমজান আলী বিষয়টি নিশ্চিত করেন।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …