নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
শরী’আহ ভিত্তিক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে নাটোরের বড়াইগ্রামের জোনাইল বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সারোয়ার, কাজী মসিউর রহমান জায়েদ ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক সামী করিম। জোনাইল বাজার উপশাখার ইনচার্জ সুমন রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ ওহিদুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক বড়াইগ্রাম শাখা ব্যবস্থাপক মসিউর রহমান, জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান হারেস উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দেশব্যাপী এদিন গ্লোবাল ইসলামী ব্যাংকের চারটি উপশাখার উদ্বোধন করা হয়।
আরও দেখুন
বড়াইগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত …