নিউজ ডেস্ক:
প্রথমবারের মতো কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর থেকে বাংলাদেশি পতাকাবাহী একটি বাল্কহেড পণ্য নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের উদ্দেশে রওনা হয়েছে।
সোমবার দুপুরে শান আবিদ-১ নামের একটি বলগেট নদীবন্দরের রাজারভিটা এলাকা থেকে ওয়েস্ট কটন (ঝুট) নিয়ে ভারতের ধুবরির উদ্দেশে ছেড়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত থেকে নৌপথে চিলমারী নৌবন্দরে পণ্য পরিবহণ খরচ তুলনামূলক কম। এতদিন ভারত থেকে চিলমারী বন্দরে পাথর আসত। এই প্রথম চিলমারী নৌবন্দর থেকে বাংলাদেশি বলগেট ২৭ টন ঝুট নিয়ে ভারতে যাচ্ছে।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান, রাজস্ব কর্মকর্তা তাপস কুমার শাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
সিঅ্যান্ডএফ এজেন্ট জামান আহমেদ বলেন, শেরপুর তুলার মিল রপ্তানিকারক প্রতিষ্ঠান জাহাজে করে ২৭ টন ওয়েস্ট কটন রপ্তানি করছে। বাণিজ্য সুবিধা বহাল থাকলে আগামীতে আরও অনেক পণ্য রপ্তানি হবে বলে আশা করছি।
ইউএনও মো. মাহবুবুর রহমান বলেন, চিলমারী নৌবন্দরকে কাজে লাগিয়ে আমরা আবারো ভারতে পণ্য রপ্তানি শুরু করছি। আমদানি ও রপ্তানি কার্যক্রম পূর্ণ গতি পেলে চিলমারী তথা কুড়িগ্রাম জেলার অর্থনৈতিক উন্নয়ন গতিশীল হবে।