রবিবার , জানুয়ারি ১২ ২০২৫
নীড় পাতা / জাতীয় / পিএসসির সদস্য হলেন ঢাবির দুই অধ্যাপক

পিএসসির সদস্য হলেন ঢাবির দুই অধ্যাপক

নিউজ ডেস্ক:
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুইজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মুবিনা খন্দকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য তারা রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন। 

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে মেয়াদকালের আগেই বয়স ৬৫ বছর পূর্ণ হলে সে সময়ে তাদের সদস্যপদের দায়িত্বও শেষ হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। এর আগে কমিশনের সদস্য ছিলেন ১২ জন। নতুন দুজনকে নিয়ে পিএসসির সদস্য সংখ্যা ১৪ জন হচ্ছে।

আরও দেখুন

লালপুরে ট্রাক চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য …