নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মহব্বত সরদার (৩০) কে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে উপজেলার লোহাচুড়িয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহব্বত উপজেলার লোহাচুড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান, গ্রেপ্তার মহব্বতের বিরুদ্ধে তার স্ত্রী আদালতে যৌতুকের একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত সম্প্রতি তাকে তিন বছরের সাজা প্রদান করে। রায়ের পর থেকে মহব্বদ পলাতক ছিল।
শুক্রবার সন্ধায় লোহাচুড়িয়া বাজারে ঘোরা-ফেরা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সোহেল মান্নান অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শনিবার সকালে মহব্বতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …