নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় গরু বোঝায় ভুটভুটিতে থাকা ১জন নিহত হয়। ২৭শে জানুয়ারী সকাল ১০(দশ ঘটিকায়) আক্কেলপুর রোডস্থ ইসলামপুর নামক স্থানে গরু বোঝায় ভুটভুটি নিয়ে দুপচাঁচিয়া ধাপের হাটে গরু বিক্রি করারর জন্য রওনা দিলে পথিমধ্যেই পাচঁবিবি থেকে ছেড়ে আসা পাথর বোঝায় একটি ট্রাক যাহার নং-বগুড়া ট-১১-০৮১৭ ভুটভুটির পিছনে সাজোরে ধাক্কা দিলে ঘটনার স্থলে মৃত-মজিবুর রহমানের ছেলে মেয়াজ্জেম হোসেন(৫৫),মৃত্যুবরন করে।সঙ্গে থাকা আরো ১ জন গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার বগুড়া শ জি মে ক হাসপাতালে চলে যায়।
দূর্ঘটনার স্থানে কর্তব্যরত দুপচাঁচিয়ার থানার এসআই মোঃ মোসাদ্দেক হোসন সেতুর সংগে ফোনে কথা বলে জানা যায়,ঘাটক ট্রাকটি দুপচাঁচিয়া থানায় পুলিশের হেফাজতে ও লাস বিনা ময়না তদন্তের জন্য পক্রিয়াধীন চলছিলো।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …