বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় মাদক সেবন করা অবস্থায় দুজন গ্রেপ্তার

নলডাঙ্গায় মাদক সেবন করা অবস্থায় দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় অবৈধ মাদকদ্রব্য, গাঁজা ও চুয়ানি সেবনের অপরাধে দুই মাদকসেবিকে  আটক করে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করেছে নলডাঙ্গা থানা পুলিশ।

নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে (২৪ জানুয়ারি) বিকেল  উপজেলার মাধনগর বাজারের  মোঃ মুকুল হোসেন এর দোকানের পেছনে মাদক সেবন অবস্হায়, মাদকসেবি আব্দুস সাত্তার (৫২) ও মোঃ সাগর হোসেনকে(৩০) গ্রেফতার করা হয়। আব্দুস সাত্তার  পশ্চিম মাধনগরের ভাদরীপাড়া গ্রামের  মৃত আব্দুর রহমানের ছেলে। এবং সাগর হোসেন কাঠুয়াগাড়ি পাবনা পাড়ার  লুৎফর রহমানের ছেলে।নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রেখে মাদক বিরোধী অভিযানে সোমবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …