নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়া ০৫ নং চামারী ইউপির বিলদহর বাজারে খাদ্য ভেজাল- ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বুধবার বিকেলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।
ভোক্তা অধিকার আইনে বাজার তদারকি অভিযানে দুপুরে সিংড়া উপজেলার বিলদহর বাজারে সাইদ হোটেল, শাফী হোটেল ও সেলিম হোটেলের কারখানার অস্বাস্থ্যকর পরিবেশ, মিষ্টির মধ্যে তেলাপোকা, মাছি ও মৌমাছিসহ খাদ্য প্রস্তুতের অভিযোগে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। তিনি আবু সাইদ হোটেলের মালিককে ৫ হাজার ও শাফী হোটেলে ৩০ হাজার হাজার টাকা জরিমানা করে সেলিম হোটেল সিলগালা করে দেন। পরে জব্দকৃত মিষ্টি ও খাবার প্রস্তুতের সরঞ্জাম নষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো জানান, ভেজাল খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং বিক্রয় মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।