নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরের উত্তর চৌকিরপাড় এলাকায় স্ত্রী মাছুরা খাতুন (২৩) এবং কন্যা শিশু মাহমুদা (৩)কে হত্যার অভিযোগে আব্দুস সাত্তার নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ ২৩ জানুয়ারি রোববার দুপুরে এই ঘটনা ঘটে। আটককৃত আব্দুস সাত্তার একই এলাকার মৃত হযরত আলীর ছেলে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান গতকাল ২২ জানুয়ারি রাতের কোন এক সময়ে আব্দুস সাত্তার তার স্ত্রী মাছুরাকে এবং শিশুকন্যা মাহমুদাকে শ্বাসরোধ করে হত্যা করে। তিনি আরো জানান, অবস্থাদৃষ্টে মনে হয় আব্দুস সত্তার অত্যন্ত ধুরন্ধর প্রকৃতির লোক। সে পরিবারের অন্যদের সহযোগিতায় মরদেহ দুটি সরিয়ে ফেলার চেষ্টা করে।
পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। প্রতিবেশীদের অভিযোগ পাঁচ বছর আগে আব্দুস সাত্তার বিয়ে করলেও তার স্ত্রীকে পাশের প্রতিবেশীদের নারী-পুরুষ কেউই দেখেননি। আব্দুস সাত্তার তার স্ত্রী সন্তানকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে বাইরে যেত। তার স্ত্রীকে বাইরে বের হতে দিত না। এই হত্যার ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। তারা আবদুস সাত্তারের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
উল্লেখ্য আব্দুস সাত্তার এর আগেও একটি বিয়ে করেছিলেন। সেই স্ত্রীও নির্যাতনের কারণে পালিয়ে যান।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …