শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে গানে গানে তথ্য অধিকার বিষয়ক প্রচারণা

নাটোরে গানে গানে তথ্য অধিকার বিষয়ক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
নাটোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গ্রামের বিভিন্ন বাড়ির উঠোনে গানে গানে তথ্য অধিকার বিষয়ক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফরমস ফর ডায়ালগ প্রকল্পের অধীনে স্থানীয় সংগঠন উত্তরা উন্নয়ন সংস্থা এ আয়োজন করে।

সোমবার সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ৪টি গ্রামের বিভিন্ন বাড়ির উঠোনে ‘তথ্য সবার অধিকার; থাকবে না কেউ পেছনে আর’ দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে তথ্য আইন ও অধিকার বিষয়ক সঙ্গীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু দিঘাপতিয়া এমকে কলেজ প্রাঙ্গনে তিনদিন ব্যাপী প্রচারণার উদ্বোধন করেন।

উত্তরা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডা. ফারুক আহমেদ খানের সঞ্চালনায় তথ্য অধিকার বিষয়ক প্রচারণায় সঙ্গীত পরিবেশন করেন লালন রিসার্চ এন্ড কালচার ফাউন্ডেশনের শিল্পী ফিরোজ ও কেয়া। মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন ব্রিটিশ কাউন্সিলের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর অমর ডি কস্টা।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …