সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / পাঁচ পৌরসভার চারটিতেই আওয়ামী লীগ প্রার্থীদের জয়

পাঁচ পৌরসভার চারটিতেই আওয়ামী লীগ প্রার্থীদের জয়

নিউজ ডেস্ক:

পাঁচটি পৌরসভা নির্বাচনের চারটিতেই জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। একটিতে জিতেছেন বিএনপিপন্থি স্বতন্ত্র প্রার্থী। নাটোর পৌরসভা, যশোরের ঝিকরগাছা, চট্টগ্রামের বাঁশখালী ও নোয়াখালীতে আওয়ামী লীগের প্রার্থীরা এবং নাটোরের বাগাতিপাড়ায় বিএনপিপন্থি স্বতন্ত্র প্রার্থী জয় পান।

নাটোর পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র উমা চৌধুরী জলি ২০ হাজার ৬৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী শেখ এমদাদুল হক মামুন পেয়েছেন ১৩ হাজার ৮২ ভোট। বাগাতিপাড়া পৌরসভায় স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী একেএম শরিফুল ইসলাম লেলিন ২২৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী ময়মুর সুলতান পেয়েছেন ২১৮৮ ভোট। তৃতীয় হয়েছেন নৌকার প্রার্থী সাহিদা খাতুন।

যশোরের ঝিকরগাছা পৌরসভায় ফের মেয়র নির্বাচিত হয়েছেন মোস্তফা আনোয়ার পাশা জামাল। নৌকা প্রতীকের প্রার্থী জামাল পেয়েছেন ৭ হাজার ৩৭৫ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুণ পেয়েছেন ৬ হাজার ১২৬ ভোট।

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় ১৪ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ও সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী মোবাইল প্রতীক নিয়ে পান ১৩৫৯ ভোট। তবে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে সকাল সাড়ে ১১টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন কামরুল ইসলাম হোসাইনী।

এদিকে পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে আনসুর আলী তালুকদার, ২ নম্বর ওয়ার্ডে কাঞ্চন বড়ুয়া, ৩ নম্বর ওয়ার্ডে জামশেদ আলম, ৪ নম্বর ওয়ার্ডে আরিফ মঈনুদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইসহাক, ৬ নম্বর ওয়ার্ডে আকতার হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে আবদুল গফুর, ৮ নম্বর ওয়ার্ডে প্রণব দাশ ও ৯ নম্বর ওয়ার্ডে বদিউল আলম কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সংরক্ষিত ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে রোজিনা আক্তার, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে রোজিয়া সোলতানা রোজি ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে সাদেকা নূর খানম বিউটি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

নোয়াখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সহিদ উল্যাহ খান সোহেল পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

৩৪টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফলে নৌকার প্রার্থী ২৬ হাজার ৪০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী সহিদুল ইসলাম কিরন কম্পিউটার প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৬২৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী সামচুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১৭৯ ভোট।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …