নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলার হত দরিদ্র ৫’শ রিক্সা-ভ্যান শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় উপজেলা রিক্সা ভ্যান শ্রমিকলীগের আয়োজনে ধারাবারিষা চরকাদহ্ স্কুল মাঠে ওই কম্বল বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা রিক্সা ভ্যান শ্রমিকলীগের সভাপতি আয়নাল হক আকন্দ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল। এ সময় উপজেলার রিক্সা ভ্যান শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শিপন আহমেদসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতের কম্বল পেয়ে স্ফীত হাসি দিয়ে উচ্ছাস প্রকাশ করে রবিউল ইসলাম (৪৪) বলেন, যেটা পেয়েছি তাতেই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কম্বলে শীত নিবারনে অনেকটা উপকারে আসবে। প্রধানমন্ত্রীকে আল্লাহ্ বাঁচায় রাখুক। রবিউলের মতো কম্বল পেয়ে সকলেই খুব খুশি। এ সময় তাদের চোখে-মুখে ছিল খুশি আর আনন্দের উচ্ছাস।
আরও দেখুন
সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …