বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / তালোড়া পৌরসভার উদ্যোগে শীতার্ত গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

তালোড়া পৌরসভার উদ্যোগে শীতার্ত গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার উদ্যোগে শীতার্তদের গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভা চত্বরে এ শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেন তালোড়া পৌরসভার মেয়র পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল।

এসময় পৌরসভার উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী(ভারপ্রাপ্ত) কাজী রবিউল ইসলাম, পৌর কাউন্সিলর তানভীর আহম্মেদ ফেরদৌস, তালোড়া পৌর যুবলীগের সভাপতি কাইয়ুম হোসেন সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল জানান, সরকার কর্তৃক প্রদত্ত ৫’শ ৭০টি ও আমার ব্যক্তিগত তহবিল হতে ১’শ কম্বল সহ মোট ৬’শ ৭০টি কম্বল পৌর এলাকার ৯টি ওয়ার্ডের শীতার্ত গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল)কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের মাধ্যমে পৃথক পৃথকভাবে বন্টন করা হয়েছে। শীতবস্ত্র(কম্বল) বিতরনী অনুষ্ঠানে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন নবী।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …