শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বুস্টার ডোজ নিলেন কূটনীতিকরা

বুস্টার ডোজ নিলেন কূটনীতিকরা

নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়লেও সরকার লকডাউনের কথা ভাবছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে সংক্রমণ বেশি হলেও মৃত্যুহার কম। এটা চিন্তা করে আপাতত লকডাউনের কোনো ভাবনা নেই। কারণ লকডাউনে অর্থনীতির ওপর বড় চাপ পড়ে যায়। তবে স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। গতকাল ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ঢাকায় দায়িত্ব পালনরত বিদেশি কূটনীতিকদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, হাইকমিশনার, মিশন প্রধানসহ অন্য কূটনীতিকরা টিকা গ্রহণ করেন। এ দিন ১৬০ জন বিদেশি কূটনীতিককে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে টিকা কর্মসূচিতে প্রথম দিকে কিছুটা সমস্যা থাকলেও তা বিভিন্ন বন্ধুরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতার জন্য এগিয়ে আসে। আমাদের এখন প্রায় ৩১০ মিলিয়ন টিকা সরবরাহের তালিকায় আছে। ইতোমধ্যে ১২০ মিলিয়ন টিকা প্রদান করা হয়ে গেছে। আশা করছি ১২ বছরের প্রত্যেককে আমরা সময়মতো টিকা দিয়ে দিতে পারব। তিনি বলেন, বিশ্বে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রমন ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ভারতে প্রতিদিন বেশ বড় ধরনের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। আমরাও তাই স্বাস্থ্য সতর্কতার দিকে জোর দিচ্ছি। তবে সীমান্তসহ কোনো বন্দর বন্ধ করার মতো সিদ্ধান্ত আমরা নিচ্ছি না।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …