নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

গুরুদাসপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
“বয়সের সমতার পথে যাত্রা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে পৃথক পৃথক ভাবে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজনে প্রবীণদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বাজার হয়ে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তারসহ প্রমুখ। এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান,সমাজ সেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল করিম উপস্থিত ছিলেন। পরে উপজেলার তিন প্রবীণ হিতৈষীকে সম্মাণনা কেষ্ট প্রদান করা হয়।

অপরদিকে উপজেলার কাছিকাটা শাখা অফিস এনডিপি এর অয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে এনডিপি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় মশিন্দা ইউনিয়নের ষাট উর্ধ্বে বয়সী ১০০জন প্রবীণকে ৫০০ টাকা করে হাতে তুলে দেন অতিথি বৃন্দ।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে …