বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / জাতীয় / সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে আইন করার পরামর্শ

সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে আইন করার পরামর্শ

নিউজ ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে যুগোপযোগী আইন প্রণয়নের পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।

বুধবার (৫ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে আইনটি প্রণয়নের জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে।

কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, কাজী কেরামত আলী, বেগম সিমিন হোসেন (রিমি), সাইমুম সরওয়ার কমল ও খন্দকার মমতা হেনা লাভলী উপস্থিত ছিলেন।

এদিকে, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কনটেন্ট বন্ধ, গুজব এবং অসত্য সংবাদ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের পরামর্শ নিতে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। কমিটির বৈঠকে তাদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের কার্যক্রম নিয়ে আগামী বৈঠকে প্রতিবেদন উপস্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে একটি সুপারিশ আগামী দুই মাসের মধ্যে সংসদীয় স্থায়ী কমিটিতে উপস্থাপনের জন্য তিন সদস্যবিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়।

বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য সম্বলিত তথ্যসমূহ ডিজিটাল ফরমেটে সরকারের কেন্দ্রীয় ডাটা সেন্টারে সংরক্ষণ করার এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের কাছে সংরক্ষিত গ্রন্থসমূহ সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঘটনাসমূহ নিয়ে মুক্তিসংগ্রামের বিষয়টি গবেষণা করার সুপারিশ করা হয়।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …