সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে এক রাতে ৪টি গরু চুরি

লালপুরে এক রাতে ৪টি গরু চুরি


নিজস্ব প্রতিবেদক , লালপুর:
নাটোরের লালপুরের কুজিপুর গ্রামে  দুই সহদর (ভাই) কৃষকের গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার  দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুর  গ্রামের মৃত্যু রিয়াজুদ্দিনের দুই ছেলে কৃষক আব্দুর রশিদ ও মান্নান এর বাড়ীতে  এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

ওই দুই সহদরা জানান, বুধবার রাতে প্রতি দিনের ন্যায় নিজ বাড়িতে গোয়াল ঘরে গরু বেধে ঘুমিয়ে পড়েন‌ । পরে ‌সকালে ঘুম থেকে ওঠে দেখেন গোয়াল ঘরে ৪টি গরুর একটিও নেই। গভীর রাতে চোরের দল ঘরের দরজা ভেঙে গরু চুরি করে নিয়ে গিয়েছে।অনেক খোজাখুজি করে পাওয়া যায়নি। ৩টি বকনা ও ১টি গাভী চুরি হয়ে গেছে যার আনুমানিক মুল্য প্রায় ২লাখ  টাকা হবে বলে জানান তাঁরা। এ বিষয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …