শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে উপজেলা বিএনপি’র সভাপতির বাড়িতে হামলা ও বিভিন্ন স্থানে সংঘর্ষ

গুরুদাসপুরে উপজেলা বিএনপি’র সভাপতির বাড়িতে হামলা ও বিভিন্ন স্থানে সংঘর্ষ


নিজস্ব প্রতিবেদক:
৫ জানুয়ারি নাটোরের গুরুদাসপুরের ছয়টি ইউনিয়নের ফলাফল ঘোষনার পর পরই উপজেলা বিএনপি’র সভাপতির বাড়িতে হামলা, চেয়ার টেবিল ভাংচুর ও বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল রাত্রিতে ও আজকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে এই ঘটনা ঘটে।গতকাল রাত্রিতে উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আজিজের বাড়িতে হামলা চালিয়ে উঠান বৈঠকের চেয়ার-টেবিল ভাংচুর করে বিজয়ী নৌকার চেয়ারম্যান প্রার্থীর সমর্থক পরাজির মেম্বর প্রার্থী আমিনুল ও তার সমর্থকবৃন্দ।

আজ সকালে ইউনিয়নের উদবাড়িয়া গ্রামে স্বতন্ত্র(নৌকার বিদ্রোহী) প্রার্থীর সমর্থক হাজী আমিরুলের বাড়িসহ আশে পাশের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুরের অপচেষ্টা চালায় বিজয়ী নৌকার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এঘটনার পরপরই পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এঘটনায় থানায় কোন মামলা হয়নি।

এ ঘটনায় উপজেলা বিএনপি’র সভাপতি জানান, ভোটে জয়ী ও পরাজিত উভয় পক্ষ আমাদের আক্রমণ করবে, ক্ষতিগ্রস্ত ও লাঞ্চিত করবে এটা প্রত্যাশা ছিল না। এটা অরাজনীতির স্বীকার।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …