শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়ায় দুই নেতাকে বহিষ্কার

আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়ায় দুই নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়ায় পৌর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার মোল্লা এবং ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ ইব্রাহিম গাজীকে বহিষ্কার করেছে পৌর আওয়ামী লীগ। পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু স্বাক্ষরিত এক পত্রে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয় আসন্ন ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উমা চৌধুরী জলির বিরুদ্ধে অবস্থান নিয়ে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী সাজেদুল আলম খান চৌধুরীর পক্ষে কাজ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। তারই কারণে তাদের পৌর আওয়ামীলীগের সকল পদ থেকে বহিষ্কার করা হল। ভবিষ্যতে কেউ দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত হলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …